গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। এই আয়োজনে ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা। শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
মেলায় ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিক্ষার্থীরা স্টলের আয়োজন করে। স্টলে শিক্ষক এবং শিক্ষার্থী সকলের জন্য বিভিন্ন প্রকার খাবার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য খাবারের মধ্যে ছিলোঃ খিচুড়ি, বেগুন ভাজি, বিভিন্ন রকমের ভর্তা, আমসত্ব, পুডিং, তরমুজের জুস, কাচা আমের জুস ইত্যাদি।
মেলা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য, যা নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। বৈশাখী মেলায় পিঠা-পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল।
এই উৎসবের মাধ্যমে গ্রীন ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও গর্ব জাগিয়ে তোলে ।
+880 9614482482 01324713503, 01324713502, 01324713504, 01324713505, 01324713506, 01324713507, 01324713508
© 2003-2025 Green University of Bangladesh. All Rights Reserved.
Developed by GCITS